হাতে হাতে ছোঁয় না।
মরা ঝাটি রয় না।।
খনা বলে যখন চায়।
তখন কেন না লয়।।
ব্যাখ্যা– :
এইরূপে বসাতে হবে নারিকেল গাছ।
একে অপরের যেন নাহি লাগে আঁচ।।
একটি গাছের পাতা না ঠেকে অপরে।
পুঁতিতে হইবে গাছ এমনটি করে।।
উপরের শুষ্কপত্র বৃক্ষমূল আর।
ফল যদি চাও সদা রাখ পরিস্কার।।

মন্তব্য করতে ক্লিক করুন