আষাঢ়ী নবমী শুকল পখা।
কি কর শ্বশুর লেখাজোখা।।
যদি বর্ষে মুষলধারে।
মাঝ সমুদ্রে বগা চরে।।
যদি সমুদ্রে ছিটে ফোঁটা।
পৰ্ব্বতে হয় মীনের ঘটা।।
বর্ষিলে পর ঝিমি ঝিমি।
শস্যের ভার না সহে মেদিনী।।
ব্যাখ্যা– :
আষাঢ়ের শুক্লপক্ষে নবমী তিথিতে।
বর্ষম মুষলধারে হয় যে বর্ষেতে।।
অনাবৃষ্টি হইবে জানিবে সত্বর।
ছিটে-ফোঁটা আষাঢ়ে মাছ হয় বিস্তর।।
মন্দ মন্দ বর্ষণেতে শস্য বেশ হয়।
কথা জেনো খনা যাহা কয়।।

মন্তব্য করতে ক্লিক করুন