নাক–কাটা রাজ্যে
– শাহ্ আলম আল মুজাহিদ
আমরা সবাই নাক কাটা,
চালবাজির রাজা-মহারাজা—
চুরি–বাটপারিতে ডুবে,
চলছি দিব্যি লাজা-লাজা!
তুই শালা একা নাক-ওয়ালা— কে?
এ সমাজে দাঁড়াস কী করে!
সত্য বলিস? তাই তো দেখি
আমরাই তোকে খারাপ ধরে!
আমাদের এই নাক কাটার রাজ্যে
সততা বড়ই বিরল জিনিস।
চোরে চোরে মাসতুতো ভাই—
সত্যবাদী হলে ডেঞ্জার পিস!
এখানে ভদ্র লোক দেখলেই
বাটপারেরা খিলখিল হাসে।
নিজেরা চোর— তবু উল্টো
ভালোদের দোষ খুঁজে বাসে!
নাককাটা দল হাতে নিয়ে
ঝাঁপিয়ে পড়ে বীরের মতো—
“ওই লোকটা ভালো! শালা
ধরো তাকে, বিচার হোক তো!”
শেষে সবার ভারী আনন্দ—
ভালো মানুষ দোষী সাব্যস্ত!
এই নাক–কাটা সাম্রাজ্যে
সত্য আর ন্যায়— দুটোই ভেস্টা।
—

মন্তব্য করতে ক্লিক করুন