মাঝ দরিয়ায় কান্দি দয়াল
বুকে মোহের বান –
অথৈ জলেই যায় বুঝি পরাণ!
শান্তি হারা দিলের বেদন
বুঝবে বলো কেউ!
কূল দু’খানি ভেঙেই চলে
অঢেল মাতাল ঢেউ।
খুঁজলে ভেলা ব্যাকুল আঁখি
বাড়ে স্রোতের টান –
অথৈ জলেই যায় বুঝি পরাণ!
কাজল বরণ মাতাল নিশি
কাড়ে দেহের বল,
অচিন পাখি দখিন পাশে
কতোই করে ছল।
ভাবলে পাবো ভাটার দেখা
ঘোমটা টানে চান –
অথৈ জলেই যায় বুঝি পরাণ!
মন্তব্য করতে এখানে ক্লিক করুন