এতদিন তোকে ডেকে এলাম
তবু দিলি না দেখা।
আজ তোর খাঁড়া দিয়েই নিজেকে শেষ করব
তখন কি এসে আমায় করবি রক্ষা?
এতদিন তোকে ডেকে এলাম
তবু দেখা দিলি না
আমার দুঃখ বুঝলি না।
আজ নিজের জীবন শেষ করার পরে
আমার জন্য কি তোর দুঃখ হবে?
এতদিন তোর চরণ মোছাতাম আমার চোখের জলে
আজ না হয় তোর চরণ রাঙবে আমার রক্তে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭/১১/২০২৩
সন্ধ্যা, বারুইপুর
মন্তব্য করতে এখানে ক্লিক করুন