মনের জোর

অর্ঘ্যদীপ চক্রবর্তী অর্ঘ্যদীপ চক্রবর্তী

মনের জোর থাকলে
লক্ষ্যে ঠিক এগিয়ে যাবে।
তবে জেনো সেই লক্ষ্যে এগোনোর পথে
আসবে বহু বাধা
আর প্রতিটি বাধা আনে সমস্যা,
কাজেই যে বাধাই আসুক না কেন
তাকে জয় করতে হবে।
তবে যদি জয় না করতে পারো
নিজেকে দুর্বল ভেবো না, ভেঙে পোড়ো না, হাল ছেড়ো না
বরং ভাবতে থাকো কীভাবে জয় করবে,
দেখবে একসময় ঠিক পারবেই।
যত বাধা অতিক্রম করবে
তত অনেককিছু জানবে
অনেককিছু শিখবে
অনেক অভিজ্ঞতা সঞ্চয় করে ক্রমশ এগিয়ে যাবে-
আর এভাবেই লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১০৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন