জীবনানন্দ দাশ

কবিতা - অন্ধকারে আমাদের ইন্দ্রনীল খুঁড়িতেই পাওয়া গেল

লেখক: জীবনানন্দ দাশ

অন্ধকারে আমাদের ইন্দ্রনীল খুঁড়িতেই পাওয়া গেল
খুঁড়িলেই পাওয়া যায়
নারী কবে চলে গেল
রাত্রির বিভ্রমে তাহা গাঢ়তর নীলিমার মতো
গভীর শীতের রাতে মশারির ধূসরতা প্রতীকের মতো
নাগার্জুন,—চেয়ে দেখ এই সব শুষ্ক উট—সূর্যের প্রাকার
বালি—কেরোসিন, মান্দ্রাজের সমুদ্রের টিনের ঝঙ্কার
কেবল পেতেছে রৌদ্র—পিরামিড—এলেপ্লোর জাহাজের চিলের ঝঙ্কার।

এক স্রোত জল তবু কোনো দূর পৃথিবীতে সপ্ত ঘুমন্তের মুণ্ডে নিমগ্ন
যেখানে নির্জন ঢেউ ফেঁড়ে ফেলে দুইটি শরীর তবু পরস্পরে মেশে
আমাদের দেশে তবু সূর্যের শুক্ল ঋ ক, পুলস্ত্যের আত্মা ভালোবেসে
ভোরের ওপারে ভোরে কেবলি দাঁড়ায় কাছে এসে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৫ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন