কবে চণ্ডীদাস মরে গেছে—বিদ্যাপতি—কৃত্তিবাস ওঝা
শেক্ষসীর—ক্র্যাশ—ব্যাস
রায়গুণাকর—ডান—বোদলেয়ার—ভিলোঁ—ভার্লেন—কীটস
তাহাদের মৃত মুদ্রা যেন ভৌতিক কলমের পরে
আমার রক্তের ছবি।
মাইকেল—হৃষ্ট শঙ্খ যেন—মানবিক নয় আর
কোনো এক বয়ঃসন্ধি চমকিত অবলুপ্ত ভূমধ্যসিন্ধুর কামনার
কুয়াশা পায়নি কিছু—চায় নাই
বাদকের ব্যাপ্ত হাত দিবালোকে
ডিণ্ডিমের হর্ষে মুগ্ধ হয়ে।
অনেক গভীর মোম জমাট হতেছে আজও নীল জলে
ভিন্নতর সমুদ্রের—ইয়েটসের—রবীন্দ্রের—
গভীর দুরূহ নাভি ছিঁড়ে মধু
অবিরল মক্ষিকারা তবু মশালের অগ্নি দেখে
নীড় ছেড়ে উড়ে যায়
এখন আসন্ন রাতে রৌদ্রঘড়ি মরে গেছে ব’লে।
মন্তব্য করতে এখানে ক্লিক করুন