জীবনানন্দ দাশ

কবিতা - কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়

লেখক: জীবনানন্দ দাশ

কোথাও নতুন বুদ্ধের যেন জন্ম হয়
এই ভেবে চলিতেছি
বহুদিন ধরে স্ফুরিতেছি মোরা
যেমন বনের পথে রক্তাক্ত জ্যৈষ্ঠের রাতে ফিরিতেছে ঢোঁড়া
কোথাও ব্যাঙের যেন স্বাদ পাবে ব’লে।
ত্রিপিটক—অম্বপালী—সেই সব ধূসর আবর্ত ফের
বুদ্ধের জনক আর বুদ্ধ জননের
সেই সব রোমহর্ষ—অবসাদ গোলকধাঁধার দিন—
শান্তি—তবু পুড়ে যাবে তারপরও পৃথিবীর তৃণ
পুষ্ট কোনো সমীচীন সাধুপুরুষের
বালখিল্য থেকে মৃত্যু—বালখিল্য—
কয়েকটা ডাইনোসোর যেন চড়ুইভাতি ক’রে কলরবে ডুবে গেল
মেছোবাজারের থেকে গ্রে স্ট্রিটে—গঙ্গা—গঙ্গাসাগরের জলে
ফার্পোর বাড়ি থেকে—বাঁক মুছে—প্রাগৈতিহাসিক কোলাহলে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১১৭ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন