জীবনানন্দ দাশ

কবিতা - ঢের দূর থেকে বন্ধুজনারে চেনা যায়

লেখক: জীবনানন্দ দাশ

ঢের দূর থেকে বন্ধুজনারে চেনা যায়
দূরবীন—খেকো বিষম আমোদ নীলিমা হয়েছে তাই
চির পরিচিত মুখের মতন মূর্খ কিছুই নাই
জলের গেলাস কাজ ক’রে যায় মূঢ় সশরীরে এসে
তোমার আমার লোল রসনাকে ভালোবেসে।

ভ্রান্ত হৃদয় সিন্ধু বকের ডানায় পিছনে ধায়
দূর থেকে ওরে ভালো ক’রে চেনা যায়
দুই হাত বুকে নদীর ভিতরে ভাসিছে কুশলী শব
ঢের কথা ভেবে প্রাণের দুয়ারে আজ তার পরাভব।

তবু জানে : প্রিয় মৃত্যুর মত দূরতম কেউ নাই
মহাসিন্ধুর মতো ঢের দূর হয়ে গেল—ক্লীব—তাই
বাহু বাড়াতেই তাহারে কে আজ পায়
দূরবীন—খেকো বিষম আমোদ ফলে ওঠে নীলিমায়।

১৯৯
মন্তব্য করতে ক্লিক করুন