কবিতা - নষ্ট শঙ্খ ঘোষ অন্যান্য কবিতা নষ্ট হয়ে যাবার পথে গিয়েছিলুম, প্রভু আমার! তুমি আমার নষ্ট হবার সমস্ত ঋণ কোটর ভরে রেখেছিলে। কিন্তু তোমার অমোঘ মুঠি ধরে বুকের মোরগঝুঁটি সন্ধ্যাবেলা শুধু আমার মুখের রঙে ঝরে পড়ার ঝরে পড়ার ঝরে পড়ার শব্দ জানে তুমি আমার নষ্ট প্রভু। ♥ ০ পরে পড়বো ৩০৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন