কবিতা - কিছু-না থেকে কিছু ছেলে শঙ্খ ঘোষ বিবিধ কবিতা আমারই বুক থেকে ঝলক পলাশ ছুটছিল সেদিন লোকেরও লাগছিল ভালো– লোকের ভালো লাগছিল। লোকে কি জেনেছিল সেদিন এখনও বাকি আছে আর কে? আসলে ভেবেছিল সবই উদাস প্রকৃতির ছবি। তবু তো দেখো আজও ঝরি কিছু-না থেকে কিছু ছেলে তোমারই সেন্ট্রাল জেলে, তোমারই কার্জন পার্কে! ♥ ০ পরে পড়বো ২৪৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন