শুভশ্রী রায়

কবিতা - পুরুষবুদ্ধি

লেখক: শুভশ্রী রায়

পুংলিঙ্গ মন্দবুদ্ধি, আঁটেন খালি যৌন ফন্দী
অসৎ স্পর্শে মেয়েদের কায়া নিয়ে অভিসন্ধি
নারীর মেধামনন দেখেও থাকে ভীষণ অনধি
ওদের কাছে মেয়ে মানে সবটাই যৌনগন্ধী
রমণীর বুদ্ধি সম্পর্কে পুরুষেরা খুব সন্দেহী
খালি কাম আর যৌন টান, সমস্ত নিন্দি নিন্দি!
নারীকে আদিরসের খণি ভাবে পুরুষ চালুধান্দী
এমন ছেলেই সংখ্যাগুরু সমাজ জুড়ে রন্ধ্রীরন্ধ্রী
এ সব পুরুষকে কেন আমরা মন দিই, মন দিই?
যে সব পুরুষ অন্য রকম তারা থাকে কোন দি?
জানি না তো, যাদের চিনি তারা এমনি কামবন্দী
ছি ছি ছি পুংবুদ্ধি উজ্জ্বল হয়েও এত অবরুদ্ধি!
ঘটুক পুরোপুরি পুরুষকূলের চিন্তাভাবনার শুদ্ধি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন