শুভশ্রী রায়

কবিতা - পাহাড়ী নীল

লেখক: শুভশ্রী রায়

একদম দূরের পাহাড় ভালো মতো নীল,
তার ওপরে মেঘেদের মস্ত বড় এক বসতি,
যারা তার কাছাকাছি পৌঁছতে পেরেছে;
তাদের জীবন জুড়ে সে এক বিরাট স্বস্তি।

নীলের সংসারে পুরোপুরি যায় না ঢোকা,
পাহাড়ী নীলিমা আসলে আলেয়া এক মস্ত!
ধরতে গিয়েও তাকে যায় না কী ধরা কখনো?
তবু আমরা তো আলেয়া ধরতেই থাকি ব্যস্ত।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৫১৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন