শুভশ্রী রায়

কবিতা - ছড়া ছড়াই

লেখক: শুভশ্রী রায়

মনটি দিয়ে লিখি তুচ্ছ, হাল্কা এক বা দুইখানি ছড়া
কেউ পড়েন আবার কারুর মোটে হয় না তা পড়া
জীবন তো অমূল্য, যার যার মতো করে বেঁচে থাকি
খুঁটে খুঁটে অন্ন আনা, তারই ফাঁকে মধুডাকাডাকি
তাও চির কাল নয়, থাকতে আসিনি অনন্ত কাল
কে জানে অমোঘ মৃত্যু কখন গুটিয়ে আনে জাল!
তার আগে বাঁচা হো’ক একটু হলেও সুখ ও ছন্দে
না হলে জীবন অসহনীয় , আমি অন্তত নেই ধন্দে!

১৫৭
মন্তব্য করতে ক্লিক করুন