সোহমের বর্ষাকালে
শুভশ্রী রায়
কোনো এক বর্ষাকালে
আহা বাদল ঢালে,
হেলেদুলে হাসিমুখে
গেছিল সোহম স্কুলে!
টিফিনে খেলেধুলে,
জলেতে কাদা গুলে
ঝপাং ঝপাং লাফে
ফেরা; টিফিনবক্স ভুলে!
আহা বাদল ঢালে,
হেলেদুলে হাসিমুখে
গেছিল সোহম স্কুলে!
টিফিনে খেলেধুলে,
জলেতে কাদা গুলে
ঝপাং ঝপাং লাফে
ফেরা; টিফিনবক্স ভুলে!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৭ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন