এস.এম ছাইফ উদ্দিন

কবিতা - স্বপ্ন দেশের চিঠি

লেখক: এস.এম ছাইফ উদ্দিন

স্বপ্ন দেশে ছদ্মবেশে
করি যে ভ্ৰমণ,
রজনী প্ৰভাতে নীল নদীতে
আমার এই যে মন,
ঘুরে বেড়াই সবি বেলায়
থেকে যে আর কয়জন,
একা মনে কমল প্ৰাণে
মেঘলা আকাশের গৰ্জন,
তাই কবি আঁকছে ছবি
বেধেছে মায়ার বন্ধন।।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন