ভারতবর্ষের মতো দেশে
নিজেকে নিঃসঙ্গ ভাবা অন্ধকার ভাবা অপরাধ।

আছি, বেশ আছি,
চ্যানেলে চ্যানেলে লাভা গিলে নিচ্ছি শুধু।

কেন এত ক্ষয়?

শেষমেষ, গুজরাট যাওয়া যদি না-ও হয়
ছোটো জাগুলিয়া, নোনা চন্দনপুকুরে গিয়ে

লিফলেট বিলি করে যাবো।

১৭৮
মন্তব্য করতে ক্লিক করুন