অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - এবার আমি পাগল হব

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

এবার আমি পাগল হব
মায়ের নামে পাগল হব ||

পাগল হয়ে আমি তখন
মায়ের কাছে চলে যাব ||
আমি তখন ভবের সংসার
থেকে একেবারে মুক্তি পাব ||

অর্ঘ্য বলে মা’র নামই
তো জগতের শ্রেষ্ঠ নাম ||
যে জন এ নামে ডুবেছে
সে জন বড় সুখে আছে ||

অর্ঘ্য বলে এ নাম নিলে
মন প্রাণ হয় শুদ্ধ ||
তোরা নে নে এ নাম নে
সবাই মিলে নাম নে ||

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৫০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন