মারজুক রাসেল

কবিতা - বিউটি-ফ্রি

লেখক: মারজুক রাসেল

তুমি না-কিনতে বললে দূর থেকে চুড়ির দোকান দেখে যেতে
হতো–ভাইব্রাদার-সহ ঢুকলাম, দেখলাম, হাতালাম, পছন্দ হলো,
অনেকের অনেকরকম কিওরিওসিটি, মন্তব্য আর ‘শোল-মাছ-ধরে-
ফেলা-হাসাহাসিদের পাশ কাটিয়ে দুই ডজন কাঁচের চুড়ি কিনে
নিয়ে আসলাম। সেই কখন থেকে চুড়িগুলো দেখছি না তোমাকেই
দেখছি, এলোমেলো করে সাজিয়ে রাখছি… আবার এলোমেলো…
আবার সাজানো… আবার… এই গেম বিছানায় চলতেছে–
চুড়িগুলো তুমি হয়ে যাচ্ছো, তুমিগুলো চুড়ি হয়ে যাচ্ছে… তুমি আর
চুড়িগুলো একসাথে হলে কী হয়ে যাও সেটা দেখার অপেক্ষায়…।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২১৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন