মারজুক রাসেল

কবিতা - কাফকাসমগ্র

লেখক: মারজুক রাসেল

‘প্রত্যেকেই স্বার্থপর, ক্ষুদ্র মাকড়টিও’–লাইনটা কবিতার বাইরের;
কেউ চাইলে ভিতরেও ঢুকাইতে পারবেন ।

কাফকার জন্য তেলাপোকা মারতে পারি না–
ইনসেক্ট-কিলার কিনে হাতে-নেয়ামাত্র কিসে যেন কাইড়া নিয়া যায়!
‘হাওয়ায়?’
‘না মা, কাফকা!’
‘কাফকা কেডা?’
‘ফ্রাঞ্জ কাফকা, আমার বন্ধু?’
‘কাফকাটাফকা বুঝি না–এর পরেত্তে বাজারে একা-একা যাবি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২১৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন