ঘৃতকুমারীরও বিয়া হইয়া গেলো!
একটা মাটির সাপের গলায় একটা প্লাস্টিকের সাপের প্যাঁচায়া-থাকার-১৯৮৭ আর
আমি একসাথে মরবো–এইটা আরো পাকাপোক্ত হইয়া চড়লো–নামাইতে
পারবো না।
এদিকে টানবাজার থিকা সদাই না-করলে, খাওয়ায় বরকত হয় না!…
আমি বাদে একটা কাঁচের গ্লাস জানতো, পকেটে ছোবল খাওয়ারও পয়সা নাই–
তারও তিন ঘুম পরে, একজন সুমারীরে পকেটে শোয়াইতে গিয়া দেখি, পকেট নাই।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন