মারজুক রাসেল

কবিতা - বালিশ নিক্ষেপ

লেখক: মারজুক রাসেল

তোমার মাইয়া তোমার কাছ থিকা আমার চোখ কাইড়া নিয়া যারে
যারে দেখাইতেছে, তারে তারে আমি প্রথমে ছবিতে, পরে ফিল্মে,
পরে বাস্তবে দেখছিলাম ওর বয়সেই।… ওর কাছ থিকা কেউ
কাইড়া নেওয়ার আগে ফেরত দিয়া যাইতে কইও–আমি বেশি
দিন অন্ধ থাকতে পারি না। তুমি যার কাছ থিকা কাইড়া নিছিলা
সে আরেকজনের কাছ থিকা কাইড়া আনছিল; সে যার কাছ থিকা
কাইড়া নিছিল, তারে আমি সাইধা দিছিলাম।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন