মারজুক রাসেল

কবিতা - জুতাই পায়ের গয়না

লেখক: মারজুক রাসেল

‘Everywhere I go, I find a poet has been there before me.’
–Sigmund Freud

আমারে ছাড়া জুতা কোথাও যেত না।
একবার চলে গিয়েছিল—’ফেরে না, ফেরে না’য়
বেখোঁজসংবাদ দিয়ে-নিয়ে আলোর গর্তে তার অবস্থান
জেনে অজস্র উপায়ের একটায় অন্ধকারে ওঠাতে পেরে
দেখলাম, শিশু হয়ে গেছে–দুধ খেতে চাইছে আর
কাঁদতে-কাঁদতে বলছে, ‘স্বাধীনতা আমারে সবচেয়ে
কাছের “নো ম্যানস ল্যান্ড” দেখাইব কইয়া হাতে পইরা
নিয়া আইছিলো।’

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯৩ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন