হাসিব মহিউদ্দিন

কবিতা - অদেখা কূল

লেখক: হাসিব মহিউদ্দিন

কোন অজানার কূলে বসে গাইছো তুমি গীতি,
হরেক রকম গানের দ্বারা দেখাও নানান রীতি।।
আমি আশার তরী গড়ি করাল ঢেউয়ে শুধুই লড়ি,
পারিনা হে যেতে সেথায় মন ভরা আর প্রীতি।।

কেবল শুনি তোমার গানের কথামালা গুণী,
তার সাথে হে বয়ে চলে আমার চেনা ধুনী।
সেথা তুমি আছো কিতা নাকি আছে আমার চিতা,
নাকি আবার ভাবছি বেভুল সকল ভুল বিস্মৃতি।।

আকাশ তারার সাথে আমি বলছি কথা কেবল,
তারা আমায় জানায় আছে তরীর পালটি ধবল।
তার সাথে ওই চাঁদের সনে কথা বলি আপন মনে,
সজাগ করে চাঁদটি আমায় যখন আসে তিথি।।

আবার দেখি ভুবন কূলে অজানা ঢেউ খেলে,
তাই দেখে হে ভাবি আমি এবার তুমি এলে।
যেই কূলেতে তোমার আবাস সেথাতে নাই জানি যে শ্বাস,
আছে কেবল পুণ্য বাণীর অমর সুধার নীতি।।

তাই দেখিনা অদেখা কূল চাদর দ্বারা ঢাকা,
তোমায় দেখা হবেনা আর চোখে শুন্য আঁকা।
সকল কিছুর পাওয়া হলে আশার বাণী ডুবে জলে,
অদেখা কূল জানায় শুধু মরণ প্রাণের ক্ষিতি।।

২৪৪
মন্তব্য করতে ক্লিক করুন