Amarendra sen

কবিতা - অজানা নিশিরাতে

লেখক: Amarendra sen

জীবন যৌবন গর্বের ধন
রহেনা কাহারো চিরদিন।
সুখের নীড়ে যেতে হয়ে ছেড়ে
শুন্য হাতে হয়ে দীনহীন।
জীবন যৌবন ক্ষনিকের স্বপন
যেন কল্প রূপসীর মোদালসা আঁখি
স্বপনের শেষে আঁধারেতে মেশে
সূরার রাতের ক্ষনিকের সাকি।
বাড়ে বাড়ে চাই ক্ষনিকের সুখ যাহাতে
শাশ্বত সুন্দর আসেনা কখনো ভাবনাতে
চাই শুধু আলোর রোশনাই
জীবনের বাণী আছে কিবা নাই
মৃত্যু আলোকে ধেয়ে যাই
পতঙ্গের মতো অজানা নিশিরাতে।
10/4/24

১৫২
মন্তব্য করতে ক্লিক করুন