মুহাম্মাদ ওয়ালিফ আহমাদ

কবিতা - দিওয়ানা ওদের ডাকে সাড়া

লেখক: মুহাম্মাদ ওয়ালিফ আহমাদ

আমার চাওয়া ছিল তুমি বাঁচো কিছুকাল। কিছুদিন থেকে যেও আমার কাছে।
আমার তো স্বার্থ আছে, তুমিও স্বার্থপর হইও, আর কিছুকাল থেকে যেও, প্রাণিজুরে।
মনটিও তুমি নিলে , ভাবনাতেও তুমি ছিলে।
আমি তো তোমারি হবো, তুমিও আমারই হই।
আর কিছুদিন থেকে যেও, ওই দেখো আসছে কারা তারা তো তোমার কথায় দেবে না সারা।
আমি বলি তারা কার, এখন ওরা তোমায় দেবে তারা। তুমিও দিও না ওদের ডাকে সারা।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৮৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন