তুমি আর আমি দাঁড়িয়ে ছিলাম গাছের নিচে।
শুকনো পাতাগুলোও আমাদের পাশ দিয়ে পরছিল।
নির্জনতা আর প্রকৃতির নিঃশব্দ গানে আমরা দাঁড়িয়ে ছিলাম ।
ভোরের শিশিরের মতো দুফোঁটা পানি, তা যখন চোখ বেয়ে পড়ছে, আমি তখন তোমার আর একটু কাছে আসলাম। যখন পানি তোমার মলিন হওয়া গালের ওপরে। আমি তখন সেই লবণ শিশির ফোটা চুষে নিলাম আমার দু ঠোঁটে।
যখনই আমি তোমার ডান গালের দিকে ঠোঁট বাড়িয়েছি, তখনি তুমি আমাকে ঠেলে সরিয়ে দিলে তোমার কাছ থেকে।
তুমি বললে ভালোবাসি,
আমি বললাম ভালোবাসি তো ভালো থেকো।
১৮/৪/২০২৪
মন্তব্য করতে এখানে ক্লিক করুন