মুহাম্মাদ ওয়ালিফ আহমাদ

কবিতা - আর কিছুক্ষণ বাকি ছিল

লেখক: মুহাম্মাদ ওয়ালিফ আহমাদ

দিন কাটছিল দিনের মত, আর কিছুক্ষণ বাকি ছিল।
নিদানে তো পৌঁছে যাচ্ছিলাম আর তো কিছুকাল বাকি ছিল।
বিষন্নতা ছিল বেদনা ছিল না পাওয়ার দুঃখ ছিল।
তবুও বাকি ছিল কিছু সময় কিছুকাল।
নিদান কে ভালবাসতাম, বিচ্ছেদকে ভালবাসতাম।
শিখিয়েছিল বাস্তবতায়।
যুদ্ধ ছিল নিজ সত্যের সাথে।
অন্ধকারে থেকে আলো তো ভালোই দেখতাম। তবুও আমি তো আমারই ছিলাম, নিজের থেকে কাটিয়ে দিতাম বাকিটা।
কিন্তু কে যেন শিখিয়ে দিল, শিখিয়ে দিল কিন্তু বলতে। সেই কিন্তু আমাকে বার করলো অন্ধকার থেকে। যুদ্ধ করতে শেখালো বিচ্ছেদ ও বেদনা, দুঃখের বিরুদ্ধে।
সেই চোখ ধাঁধানো আলোতে এসে আমি ভুলে যাচ্ছি আমার নিদান কে। ভুলতে বসেছি অনন্ত ও অন্তিমকে।
মেনে নেওয়া মনকে শিখিয়েছে প্রশ্ন করতে।
দুঃখকে পরিবর্তন করতে শিখিয়েছে সুখে,
আর এই চাওয়া-পাওয়ার মাঝে আমি হারিয়েছি নিজেকে।

১৫/৫/২৪/
সাভার, ঢাকা

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ২৫০ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন