শুধু তোমাকেই লাগবে
আমার বেঁচে থাকার জন্য
শুধু তোমাকেই লাগবে।
আমার বুক ভরে ভোরের শীতল বাতাস নেওয়ার জন্য,
আমার মধ্যে থাকা মৃত্যু ভয় দূর করার জন্য
শুধু তোমাকেই লাগবে।
আমার নিশিকালীন নিঃসঙ্গতা কাটানোর জন্য,
তোমার কোলে মাথা রেখে শান্তিতে দুনিয়া ছাড়ার জন্য
শুধু তোমাকেই লাগবে।
— অর্ঘ্যদীপ চক্রবর্তী
৫/৬/২০২৪
মন্তব্য করতে এখানে ক্লিক করুন