অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবিতা - মহাদেবের কবিতা

লেখক: অর্ঘ্যদীপ চক্রবর্তী

কবে তুমি আমায় দেখা দেবে
কবে তুমি আমার কাছে আসবে ||
জানি তুমি ব্রহ্মা তুমি বিষ্ণু
জগতে তুমি সবকিছু ||

তুমি বাবা অম্বরনাথ তুমি বাবা কেদারনাথ
তুমি বাবা অমরনাথ তুমিই তো বিশ্বনাথ ||

তুমি বাবা রামেশ্বর তুমি বাবা ভীমাশঙ্কর
তুমি বাবা ত্র্যম্বকেশ্বর তুমিই তো মহেশ্বর ||

তুমি বাবা চন্দ্র সূর্য তুমি বাবা সকল দেব
তুমি বাবা স্বর্গ মর্ত তুমিই তো দেবাদিদেব ||

— অর্ঘ্যদীপ চক্রবর্তী
১৭/৯/২০২৪

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৪৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন