কবিতা - আয়না শামসুর রাহমান ছড়া সুমির মুখে বায়না শুধু বায়না, মেলা থেকে আনতে হবে আয়না। আয়না ছাড়া আর কিছু সে চায় না। হঠাৎ সেদিন পাঁচ বছরের কন্যা দোরের গোড়ায় দেখতে পেল বন্যা। শুকনো মাটি কোথাও খুঁজে পায় না- এক নিমেষে দেশটা হলো আয়না। ♥ ০ পরে পড়বো ২১৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন