শামসুর রাহমান

কবিতা - উলটো

লেখক: শামসুর রাহমান
ধরণ: ছড়া

নদীর কথা বলতে গিয়ে
গাছের কথা বলি।
সদর রাস্তা খুঁজতে গিয়ে
দেখি কানা গলি।

অন্ধকারে আলো দিতে
জোনাক হয়ে জ্বলি।
সহজ পথে চলতে গিয়ে
কঠিন পথে চলি।

১২৯
মন্তব্য করতে ক্লিক করুন