নয়না তোর নাচন দেখে
শামসুর রাহমান
নয়না তোর নাচন দেখে
পাখি ছুটে আসে।
নয়না তোর হাসি দেখে
লক্ষ তারা হাসে।
নয়না তুই হাত বাড়ালে
চন্দ্র আসে নেমে।
নয়না তুই ধমক দিলে
হাওয়া যায় থেমে।
নয়না তোর কান্না দেখে
আকাশ ওঠে কেঁডে।
নয়না তোর জন্যে কত
পুতুল আনে বেদে।
নয়না তুই ঘুমাস যদি,
নিঝুম সারা বাড়ি।
নয়না তুই হাসিমুখে
ওঠরে তাড়াতাড়ি।
পাখি ছুটে আসে।
নয়না তোর হাসি দেখে
লক্ষ তারা হাসে।
নয়না তুই হাত বাড়ালে
চন্দ্র আসে নেমে।
নয়না তুই ধমক দিলে
হাওয়া যায় থেমে।
নয়না তোর কান্না দেখে
আকাশ ওঠে কেঁডে।
নয়না তোর জন্যে কত
পুতুল আনে বেদে।
নয়না তুই ঘুমাস যদি,
নিঝুম সারা বাড়ি।
নয়না তুই হাসিমুখে
ওঠরে তাড়াতাড়ি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৫৮ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন