শামসুর রাহমান

কবিতা - এমনিভাবে

লেখক: শামসুর রাহমান
ধরণ: ছড়া

সকালবেলা
চড়ুই শালিক খেলে কেমন মজার খেলা।
দুপুর হলে
মেঘনা নদীর জলে লক্ষ হীরে জ্বলে।
বিকেল এলে
সূর্যিমামা ক্লান্ত হয়ে যায় যে হেলে।
সাঁঝের কালে
মিনুর পিসি তুলসীতলায় প্রদীপ জ্বালে।
রাত্রি আসে,
দূর আকাশে দুধের রঙের চন্দ্র হাসে।
এমনিভাবে
সকল সময় দিনের পর রাত্রি যাবে।

১০৭
মন্তব্য করতে ক্লিক করুন