শামসুর রাহমান

কবিতা - আদ্যিকালে

লেখক: শামসুর রাহমান
ধরণ: ছড়া

কোথায় যেন গেছে উড়ে
কাপড় জামা সবই।
কাপড় ছাড়া পথে ঘাটে
হাঁটা মজার হবি।

এই দেহটা ঢেকে আমি
পাতায়, গাছের ছালে
ভাবব আহা গেছি চলে
সেই-না আদ্যিকালে।

১৪৫
মন্তব্য করতে ক্লিক করুন