দোটানায়…?
এ এইচ এম নোমান চৌধুরী (এ্যানী)

কেন যে আমার পুরুষজাতি.
পড়ছে… দোটানায়…?
শাশুড়ি-বউয়ের দ্বন্দ্বে জীবন
প্রায়-তো অসহায়!

মা বলে বেশ সুখেই ছিলাম
বউ আনিবার আগে,
বউয়ের কথা, শাশুড়ি তাহার
বজ্জাৎ সিংহভাগে।

বউ-শাশুড়ির দ্বন্দ্বে ” শ্বশুর ”
নয় যদিও খুশি!
কেউ না বলে, আপন দোষে,
ছিলাম আমিও দোষী।

শাশুড়ি কভু ভাবছে না তাঁর
বউকে মেয়র মত !
বউয়ের মনেও আপন মা তাঁর
বিষ দিয়ে যায় যত ।

বউয়ের মনে নেই এখন আর
অতীত প্রবীণ প্রীতি।
শাশুড়ি ভাবে, হয়তো জীবন
বিষন্ন এক স্মৃতি।

বউ শাশুড়ি চাইতো যদি
হৃদয় দৃষ্টি দিয়ে,
সংসারের সুখ আসতো তবে
প্রভুর মহিমা নিয়ে।

কিন্তু ওরা হয় না কেহ
কারোর আপন জন,
তাইতো বিষন্নতায় ভরা
পুরুষদের জীবন।

বউ-শাশুড়ির যুদ্ধে পুরুষ
পড়ছে দোটানায়,
কচিকাঁচা অবুঝ শিশু,
ওরা কী বুঝিতে পায়?

১৭৩
মন্তব্য করতে ক্লিক করুন