মোমের জীবন…
এ্যানী 🔖

মোমের জীবন নিয়ে কখনো
ভাবতে যদি বন্ধু তুমি,
জন্ম তোমার স্বার্থক হতো
স্বার্থক তব জন্মভূমি।

মোমের মতো জ্বলতে শিখো
গলতে শিখো বেশ;
আগুন হয়ে কারোর জীবন
করতে যেওনা শেষ।

মানুষ হলে মনুষ্যত্বের
জাগাও বিবেকটা-কে
সব ক্ষমতার মালিক প্রভু
ধ্বংস না যেন রাখে।

লুকিং গ্লাসের সামনে গিয়ে
নিজেকে যেমন দেখো?
আপন বিবেক দিয়েই নিজের
কাজের খেয়াল রেখো!

প্রভুর কাছে সবার গোপন
আছে নিশ্চিত জানা,
নির্জনে চাও মহান প্রভুর
দয়ায় মার্জনা !!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৪ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন