কবিতা - চাঁদের অমাবস্যা

লেখক: আল সাদকাওয়ান

নিপাট মধ্যবিত্ত মশারির মতো,
ফুটোফাটা মেঘের বালিশ ফুঁড়ে-
চাঁদনি চমকায় তার চকচকে চাঁদিতে,
মুঠো ফুঁড়ে উড়ে যায়-
হৃদকারার আলোর বিহঙ্গ।
আমি নিঃসঙ্গ-
কারণ, ভাগের সব আলো
গেছে ফুরায়ে, অরণ্যের জ্যান্ত আঁধার
দপদপ করে পদতলে তার,
হৃদয় যেন কবেকার-
পিপীলিকা খাওয়া গুড়।
সাতপ্যাঁচের মসলিনের মতো নিরাভরণ-
ডাইনোসরীয় ডানা বিস্তারে,
ফড়ফড় শব্দে পাখা নেড়ে-
এগিয়ে যায়, রুক্ষ্ণমুখী আফগানের মতো
সতর্ক, নিঠুর, গর্তবাসী যতো-
উড়ন্ত পিঁপড়ের ঝাঁক ওড়ে,
তারপর, অমাবস্যা নামে সাত রাত
সাত দিন, অমলিন তমসাস্নাত-
তাদের শুঙ্গনিঃসৃত চাঁদের গুঁড়ো, তখনও
যাচ্ছে জ্বেলে ধীরে ধীরে- ওদিকে,
অবয়ব তার চঞ্চল, অনাদি- আর
দৃশ্যে আসে তার,
চকচকে, চন্দ্রস্নাত চাঁদি।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১২৯ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন