দেবতার থানে ধরে দিয়ে পাঁচসিকে
কিনে নেব ত্রাণ—
. আমরা নই সে চিজ
হানা দিলে বান
. ডেকে তুলে পড়শিকে
চলে আমাদের তদন্ত তজবিজ
পেটে পড়ে টান,
. পড়ুক—
উঁচুতে টাঙাই শিকে
পদ্মপাতায় ভালো করে মুড়ে
মাটির হাঁড়ির মুখ
. হাতের নাগাল থেকে ঢের দূরে
. তুলে রেখে দিই বীজ
এ দুর্দৈবে
অপূর্ব সব সাধনা ও সাধ যদি
. হয় অন্তর্জলি
যদি যায় নিবে
. ফুত্কারে দীপাবলি—
ঝেড়ে ফেলে সব স্বখাতে ফিরবে নদী
জল নেবে গেলে পলি
. সে ভার বইবে—
ঘটাবে ভাঙা ও গড়ার সপ্তপদী ||
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন