প্রভু, যদি বল অমুক রাজার সাথে লড়াই
কোনো দ্বিরুক্তি করব না ; নেবো তীর ধনুক |
এমনি বেকার ; মৃত্যুকে ভয় করি থোড়াই ;
দেহ না চললে, চলবে তোমার কড়া চাবুক |
হা-ঘরে আমরা ; মুক্ত আকাশ ঘর, বাহির |
হে প্রভু, তুমিই শেখালে পৃথিবী মায়া কেবল—
তাইতো আজকে নিয়েছি মন্ত্র উপবাসীর ;
ফলে নেই লোভ ; তোমার গোলায় তুলি ফসল |
হে সওদাগর, — সেপাই, সান্ত্রি সব তোমার |
দয়া করে শুধু মহামানবের বুলি ছড়াও—
তারপরে, প্রভু, বিধির করুণা আছে অপার ;
জনগণমতে বিধিনিষেধের বেড়ি পরাও |
অস্ত্র মেলেনি এতদিন ; তাই ভেঁজেছি তান |
অভ্যাস ছিল তীর-ধনুকের ছেলেবেলায় |
শত্রুপক্ষ যদি আচমকা ছোঁড়ে কামান —
বলব, ‘বত্স ! সভ্যতা যেন থাকে বজায় !’
চোখ বুঁজে কোনো কোকিলের দিকে ফেরাব কান |
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন