স্টুপিড

মোঃ আব্দুল মজিদ এনডিসি

সময়ের বাঁকা স্রোত বেয়ে দীর্ঘ চব্বিশ বছর পরে এসে
আজ জীবনের আবর্তে পড়ে বুঝলাম অবশেষে
এ জীবন-জগৎ-সংসার সবই বয়ে চলে
কেবলই এক অন্তহীন ইকোয়েশন-কৌশলে;
কেবলই যোগে মেলা, ভাগশেষ শূন্য হওয়া
আর সবই মেকি, কেবলই হাওয়া
কমিটমেন্ট,কনফিডেন্স,এফিসিয়েন্সি, হেলদি লেসন
ইন্টিগ্রিটি কিংবা মোলায়েম মোটিভেশন
কেবলই সব চোখা-চোখা ডিকশনারী-ওয়ার্ড তারা
কেবলই এক অর্থহীন রং করা প্রপাগান্ডায় ভরা
বড়ই বেমানান তারা আজ এ কালের জীবনের সাথে
বড্ড জটিল জীবনের কুটিল পথে।
শুধু কিভাবে যোগে মিলবে,
কিভাবে ভাগশেষ শূন্য হবে
বৈষয়িক কোন গাণিতিকের ন্যায়
আমি অনুসন্ধান করিনি এসব কোন দিন কোন সময়
আত্মদীক্ষায় পরিপুষ্ট এই আমি ভেবেছিলাম, ইকোয়েশন দিয়েই জীবন চলে
-একে কেবলই প্রোগ্রেসিভ শ্লোগান বলে,
এরা আর কিছুই নয়। আজ জীবনের সবকিছু হারিয়ে এসে
এই অবেলায় অবশেষে
বুঝলাম ক্লান্ত মনে- সবিই ছিল ভুল, এতদিন যাকিছু ভেবেছিলাম
যাকিছু করেছিলাম
সবিই আজ মহাভুল গণ্য
“স্টুপিড” শব্দটাই শুধু আমার জন্য
কেবলই আমার জন্য।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১৫৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন