মেদুর স্বার্থান্বেষী প্রাণ

হাসিব মহিউদ্দিন হাসিব মহিউদ্দিন

কাঁদায় কাঁদায় আমায় কাঁদায় মেট্রোরেলে দিবানিশা,
নয়ান সলিল কিরূপ রুখি রক্তে যে তা আছে মিশা।।
পুড়েছে আজ মেট্রোরেলে পুড়ছে মানুষ গেছে জেলে,
চৌদিকে যে মাতন শুনি কাঁদি আমি হারিয়ে দিশা।।
আমার কি বা যাক ছুটে প্রাণ গড়েছি যে বাংলা আমি,
সেথায় রবে নামটি আমার সোনার হরফ এসে নামি।
ইতিহাসের পাতায় পাতায় লিখা রবে কাজ আজি তায়,
মরুক মানুষ আমার তাতে বয়ে গেছে আপন তৃষা!।
অভিনয়ে আমার চেয়ে ভালো আছে কোনজনা আর,
তা দিয়ে যে ভাঙতে পারি এই জগতের সব অধিহার।
ত্রিদিব নরক আমার কাছে দাম হীনা তা বলছি পাছে,
এই জগতে সব চেয়েছি চাইতে গিয়ে মানুষ পিষা।।
কাঁদি আমি নিজের লাগি এসেছি যে ফিরবো নারে,
কর্ম আমার ভালো বলে কাঁদছি আমি কর্ম ভারে।
আপন স্বজন চিনিনি যে আমার হৃদয় কাজেই ভিজে,
মূল্যহীনা মানুষ ছেড়ে খুঁজছি বিদেশ পেতে ভিসা।।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন