Amarendra sen

কবিতা - হতে পারিনি প্রিয়

Amarendra sen

হে প্রিয় ,
এসে ফিরে যাও বারে বারে
তুমি মোর চির প্রেমপিয়াসী ,
আমি তবুও তব প্রেম অমিয়
লভিতে হইনি চির অন্তরাসী।
তুমি অযাঞ্চে ভালোবাস মোরে
অনন্ত প্রেম তব হৃদ সাগরে
দিতে মোরে প্রেম সুধা হাসি
বাজাও নিতি প্রেমের মোহন বাঁশি।
তবুও হতে পারিনি প্রেম বিলাসী
চির বিরহিনী রাই সমা উদাসী
দেখিতে প্রেমঘন জগৎ ভোলানো
মধুর তোমার নয়ন মোহন হাসি।
জনম ধরিয়া জানিনা কাহারে খুঁজি সখা
জগৎ ফিরিয়া কোথাও পাইনা যার দেখা
সেযেন আছে বসে হৃদয়ে লইয়া মধুর হাসি
খুজিলে পাইবকি যদি রাইসম আঁখি জলে ভাসি।

২৮৩
মন্তব্য করতে ক্লিক করুন