সোনার সমুদ্রের প্রান্তে চেতনার আকাশ দীপ্ত,
অস্থির পদে জাগে আগুন-চোখের ঝড়।
উচ্ছ্বাসিত প্রাণে দহে নগরীর চুল্লি,
শ্রমে ভাসে জনপথ, ইতিহাস রচে রক্তাক্ত বেদনা।

ক্ষুধার অন্তরালে তবু দীপ্ত মৃত্যুঞ্জয়ের অঙ্গীকার,
অরণ্য-পার, সমুদ্র-লঙ্ঘিত যাত্রাপথে
মানব মমতা ফসলের দানে জাগে অনাদি।

ঘড়ির কাটায় বাজে সময়ের বিকট ধ্বনি,
তবু সূর্যালোকের দিকে শ্রমিকের দৃষ্টি প্রসারিত।
ফাল্গুনী আভায় হৃদয় দীপ্ত,
একতারার সুরে বাঁধা জীবনের অনন্ত গান।

১৬
মন্তব্য করতে ক্লিক করুন