আব্দুল্লাহ মাসুদ

কবিতা - “তেপান্তরের জীবন”

লেখক: আব্দুল্লাহ মাসুদ
ধরণ: ছড়া

২০ বছরে পা ফেলিয়া
দেখিলাম যত কান্ড
কোথাও না পাইলাম খুজে
মনের মত গন্তব্য

জীবন যখন করিলাম শুরু
সঙ্গে কিছু নাইবা ছিল
দিন যত দীর্ঘ হইল
হারাইলাম আমি যত কিছু।

খালি পকেটে ঘুরিলাম শহর
তেপান্তরের পথ।
পথশেষে পাইলাম আমি
অচেনা এক রথ ।

এইতো জীবন, হইলো শুরু
কেবল তো বিশ।
জীবন আরও রইল বাকি
পিছন চাহিয়া দেখিস।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ৩২ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন