আব্দুল্লাহ মাসুদ

কবিতা - “তেপান্তরের জীবন”

আব্দুল্লাহ মাসুদ

২০ বছরে পা ফেলিয়া
দেখিলাম যত কান্ড
কোথাও না পাইলাম খুজে
মনের মত গন্তব্য

জীবন যখন করিলাম শুরু
সঙ্গে কিছু নাইবা ছিল
দিন যত দীর্ঘ হইল
হারাইলাম আমি যত কিছু।

খালি পকেটে ঘুরিলাম শহর
তেপান্তরের পথ।
পথশেষে পাইলাম আমি
অচেনা এক রথ ।

এইতো জীবন, হইলো শুরু
কেবল তো বিশ।
জীবন আরও রইল বাকি
পিছন চাহিয়া দেখিস।

১০৪
মন্তব্য করতে ক্লিক করুন