কবিতা - মালার স্মৃতি আব্দুল মান্নান সৈয়দ বিবিধ কবিতা ‘মনে রাখার দিন গিয়েছে, এখন ভোলার পালা!’ _প্রশ্ন আমার : ভুলতে কি পেরেছিলেন কাজী কবি স্বয়ং? বর্ণহীন জীবনে কেউ ভুলতে পারে ভালোবাসার রঙ? মালার স্মৃতি থেকেই যায়, যতো শুকোক মালা! ♥ ০ পরে পড়বো ৪৯ রিপোর্ট করুন শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন