কবিতা - অনুভূতি অভিজিৎ হালদার বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি ২০২৪ রূপক কবিতা আমি স্বপ্ন আঁকি পৃথিবীর চোখে চোখে মেঘে মেঘে যখন দ্বন্দ্ব বাঁধে; আমি জরাজীর্ণ ঝরা পাতাকে সঙ্গী ভাবি রাতের তারা নিভে গেলে। আমি নীল ডায়েরির পাতায় কবিতা লিখি পাহাড়ের চূড়াকে হাতের মুঠোয় রেখে। ♥ ০ পরে পড়বো ৩১২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন