সমুদ্রের জলে জাল আমি ফেলিয়াছি;
দিনে দিনে বসে আছি এখানে
দূর প্রান্তরের দিকে তাকিয়ে
প্রকৃতির বেদনার ডাক শুনি-
আমারে সে ডাকে কাছে।

মানুষ মানুষে আজ দ্বন্দ্ব
কোথাও রক্তস্রোত আসিয়াছে,
আমিও হয়তো তাদের দলে জড়িয়েছি!
এইখানে চোখের পাতায় শুয়ে
ঘুম নাহি আসে
গ্রীষ্মের রাতে।

মনের কত আস্থা
ফাগুন হাওয়া,
নীল ডায়েরির পাতার ঘ্রাণ;
আমারে লিখতে ডাকে;
নেবো নেবো অনেক রাত্রি
সেইখানে মন ছলনাতে
পুকুর পাড়ে পলাশের বনে
লিখবো তবে ‘উপন্যাস’
“নীল চিরকুট”শিরোনামে।

আজ এই সান্ত্বনার রাতে
আমার প্রেমের সময় আসিয়াছে;
কৃষ্ণচূড়ার রক্তাত্ত লাল ফুল
গোপনে গোপনে হৃদয় হতে
ফুটছে আলো হয়ে-
অপমানে – আঘাতে-বেদনাতে- ঘৃণাই;
আমি যাবো পাহাড়ের উঁচু সীমানাতে
সেইখানে মন দেবদাসে;
সন্দেহ সন্দেহ তবুও সন্দেহ
শুধু দিশেহারা পথিক,
এস্কিমো-দের আস্তানায়।
সরিষার ক্ষেত হ’তে ধানের ক্ষেতে
তিক্ত শিশির ভেজা পায়ে;
মনের যত আছে ক্ষোভ
আজ তাহা পুণ্য রবে
বিকেলের অস্তগামী সূর্যেতলে।

এই দিন নাহি আসে জীবনে
তফাত গড়ে তফাতে
যদি ঘটে তথাস্তু
তদীয়মান হয় তদুত্তর;
নিভবে না তবু আলো
এ প্রেম মৃত্যুর প্রেম
হাসিমাখা নয়নে
সান্ত্বনা জানে সান্ত্বনাতে।

হারিয়েছি কত প্রাণ
আজ থেকে বহু বছর আগে-
শব্দ-শব্দ- জীবন ভাঙার শব্দ
আশঙ্কা জাগে মনে
তফাতে-দূরত্বে।
ফিরিয়াছি তবু আবার
এই ভুবনে
হঠাৎ করে
পিপাসার রাতে।
ভাবি আমি জীবনে
কোনো এক বিস্ময়ের রাতে
এসেছিলো মৃত্যু আমার কাছে;
কিন্তু যে রক্ত ঝরে গেছে জীবনে
মৃত্যু ঘটতে পারে না বিরহের কোণে।

আমার হৃদয় হতে-
নীল-সমুদ্রের জলরাশিতে
জাগে অন্ধকার ছায়াঘেরা রাত্রি
হা-হুতাশে জরাজীর্ণ পাতা
চোখের সামনে দাঁড়িয়ে থাকে
পড়তে বলে সাধে আমারে।

মানুষের কথা ভেবে ব্যথা পেতে
তাহার নয় তো আমারি মতন।
অভিমান করা জোনাকিরা আজ দেবে দেখা
কোনো এক মরুর দেশে।
আমার বুকের প্রেম ও গ্রীষ্মের ঝরাপাতার মতো
কখনো অভিনয়ে বিস্ময়ে মিশে গেছে
তফাতের স্বপ্নলোকে।
আমিও একদিন বেঁচে ছিলাম
বিস্ময়ের কোন এক রাতে?

দৃষ্টি অদ্ভুত এক দৃষ্টি
যা কিছু ছিলো আমার
সে তো দেখার নয়!
সেই প্রথম দিন।
কল্পনা- গোলাপ তুমি কোন বাগানে ফোঁটো?
‘শূন্য থেকে শুরু হতে হতে
উপন্যাসের পাতায় পাতায়
একটুও বাঁচার মন্ত্র আনি।

কেবলি ভয়, বেদনার সম্মুখীন হয়ে
তফাত কে পূর্ণ করতে
চেয়ে দেখি জীবনে অনুভবে।
ভালোবাসা
প্রেমের সাহস
আনে জীবনে-
প্রান্তরের ঘাসে শুয়ে থেকে শুকিয়েছে হৃদয়
মনে হয়- বিস্ময়ে-অনুভবে
ব্যথায়- দুঃখে আমাদের সকলের জীবনে
প্রেম জমে গেছে।

কোনো এক বিস্ময়ের রাতে
সমুদ্রের জাল আমি তুলিয়েছি
অনুভবে- অনুভবে-
স্বপ্নঘেরা জীবনে
বেঁচে আছি
চিরকালে।।

১৬/০৫/২০২১

২৮
মন্তব্য করতে ক্লিক করুন