হয়তো ভালোবাসা

অভিজিৎ হালদার অভিজিৎ হালদার

তুমি অমন করে তাকিয়ো না
প্রেম হয়ে যাবে
প্রেম হয়ে গেলে
মরণ হবে দুটি চোখে
তুমি রবে নীরবে
এই হৃদয়ের মনপিঞ্জরে।
যখন সময় থমকে দাঁড়ায়
বসন্ত হয়েছে বিলাপ
ঝরে গেছে ফুল
ভেঙে গেছে এ হৃদয়ের কূল।
তুমি এজীবনে
দিয়েছিলে দেখা
তবে কেন দূরে থাকো
ভেবে পায়না মন!
দিনের আলো বলে যায়
মেলেছে পাখনা নীল প্রজাপতি
কুয়াশা রোদের মিষ্টি সকালে।
দিনে দিনে গভীর আশা
খুঁজি যখন মনের ভাষা
পায়না তবু তার দেখা
গ্রীষ্মের খরতাপের দুপুরে।।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৩ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন